তেলের দাম বাড়িয়ে মানুষের জীবনযাত্রা ব্যয়বহুল ও অস্থির করে তুলেছে সরকার : জিএম কাদের
- আপডেট সময় : ০৮:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সরকার অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে মানুষের জীবনযাত্রা ব্যয়বহুল ও অস্থির করে তুলেছে- বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, দ্রব্যমূল্যের টানা উর্ধগতিতে এমনিতেই অতিষ্ঠ মানুষের জীবন। তার ওপর তেলের দাম বাড়ানোয় মানুষের জীবন আরো কঠিন হয়ে পড়েছে।
বিকেলে রাজধানীর আইডিবি ভবনে ঢাকা দক্ষিণ জাতীয় পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এসময় জাপা চেয়ারম্যান আরো বলেন, দেশে বেকার তরুণের সংখ্যা দিন দিনই বেড়ে চলছে। তাই ক্ষমতায় গিয়ে নেতৃত্বের সঠিক ব্যবহার করে জাতি ও সমাজকে এগিয়ে নিতে জাতীয় পার্টির বিকল্প নেই। এসময় দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কঠোর সমালোচনা করেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের ২৪টি থানার নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।