তেলের লরি উল্টে পাঁচটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক দগ্ধের মৃত্যু
- আপডেট সময় : ০২:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
সাভারের হেমায়েতপুরে তেলের লরি উল্টে পাঁচটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. সাকিব নামে আরও এক দগ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হলো।মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই কিশোর। আগুনে শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল তার।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয় ট্রাক চালক হেলাল হাওলাদারের। দুর্ঘটনায় শতভাগ দগ্ধ হয়েছিলেন তিনিও।
সকালে হেলাল ও সাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম।
গতকাল ভোরে হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় লরির পেছনে আটকে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইকবাল হোসেন নামে এক শ্রমিকের। দগ্ধ ৮ জনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই মৃত ঘোষণা করা হয় নজরুল ইসলামকে।