তেল গ্যাস অনুসন্ধানে নিয়ে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে
- আপডেট সময় : ০৩:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
পূর্ব ভূ-মধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধানে নিয়ে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে। গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান ও সমুদ্রসীমা নিয়ে বিরোধ মেটাতে বহুদিন থেকেই চাপ দিয়ে আসছিলো ইইউ।
উত্তেজনা কমাতে ব্যর্থ হলে তুরস্কের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আরোপ করা হবে বলে হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ’র শীর্ষ স্থানীয় কর্মকর্তা জোসেফ বরেল জানান, তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ দেয়া হতে পারে বলে আগেই হুঁশিয়ার করা হয়েছে। এর বিকল্প নেই বলেও জানান তিনি। এদিকে তার এই হুমকির ফলে ওই অঞ্চলে বেড়ে যেতে পারে সামরিক উত্তেজনা। এমনকি খুব শিগগিরই সামরিক সংঘাত দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে তুরস্কের বহুদিন ধরে ভূমধ্য সাগরে তেলগ্যাস অনুসন্ধান ও সমুদ্রসীমা নিয়ে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে তুরস্ক ওই কৃষ্ণ সাগরে নিজেদের সব চেয়ে বড় গ্যাসের খনির সন্ধান পায়। যেটি বিতর্কিত অঞ্চলে হওয়ার এই উত্তেজনা দিন দিন বাড়ছে।