তেল নিয়ে চলছে তেলেসমাতি কারবার
- আপডেট সময় : ০২:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
তেল নিয়ে চলছে তেলেসমাতি কারবার। কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না ভোজ্যতেলের দাম। গত সপ্তাহে লিটারে সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৪০ টাকায় উঠেছে , দফায় দফায় তেলের দাম এতটা বৃদ্ধির ঘটনা এরআগে আর কখনই দেখেননি বলে জানিয়েছেন বিপণনকারীরা। সপ্তাহের ব্যবধানে আলু, পেঁয়াজসহ সব ধরনের সবজির দাম বেড়েছে। কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত। গত সপ্তাহে ৩০টাকা কেজি বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এক লাফে ৪০ টাকায় উঠেছে। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে ডিম, মুরগির দাম।
পর্যাপ্ত সরবরাহে সবজির দামে স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু হঠাৎ করে সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। পেঁয়াজের ভরা মৌসুমে সরবরাহের ঘাটতি নেই, অথচ কেজি প্রতি দাম বাড়নো হয়েছে ১০ টাকা । পাশাপাশি দাম বেড়েছে নতুন আলুর। খুচরা বাজারে এক কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১৮-২০ টাকা। দুদিন আগেও ১৫ টাকায় বিক্রি হচ্ছিল নতুন আলু ।
ব্রয়লার মুরগি ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগেও ১৪০ থেকে ৪৫ টাকা ছিলো। দেশী মুরগীর বাজারসহ বেড়েছে সব ধরণের মুরগীর দাম। এদিকে বাজারে দফায় দফায় দাম বাড়ছে ভোজ্যতেলের ।পরিসংখ্যানে দেখা যায়, ভোজ্যতেলের সর্বোচ্চ দাম ছিল ২০১২ সালের মাঝামাঝিতে। তখন বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৩৩ টাকা ৫০ পয়সা। এখন সর্বোচ্চ দাম ১৪০ টাকায় নির্ধারণ করার মধ্য দিয়ে আগের রেকর্ড ছাড়িয়ে গেল। বাড়ছে চালের দামও। মাছের সরবরহ কম থাকার অজুহাতে প্রায় সব ধরনের মাছের দামই বাড়তি। আর অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম।