তেল নিয়ে তেলেসমাতি করে জনভোগান্তি তৈরীর চেষ্টা করলে সর্বোচ্চ সাজা
- আপডেট সময় : ১০:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
তেল নিয়ে তেলেসমাতি করে জনভোগান্তি তৈরীর চেষ্টা করলে, সর্বোচ্চ সাজা দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে বাজারে তেল সংকটের বিষয়ে মিল মালিকদের ব্যাখ্যা সন্তোষজনক নয় বলেও জানিয়েছে সংস্থাটি। এজন্য আগামী ৬ এপ্রিল অধিকতর শুনানির দিন ঠিক করেছে তারা। এর আগে বাজারে তেল সরবরাহ কমানোর বিষয়ে ব্যাখ্যা দিতে ভোক্তা অধিকার অধিদপ্তরে হাজির হন টিকে গ্রুপ, এস আলম, এডিবল ওয়েল ও বসুন্ধরার প্রতিনিধিরা।
তেলের কৃত্রিম সংকট তেরী করতে বাজারে তেল সরবরাহ কমিয়ে দেয়া হয়েছে এমন অভিযোগে দেশের শীর্ষ তেল মিলগুলোতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনুসন্ধানে অভিযোগের সত্যতা মেলায়, তলব করা হয় শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে।
সেই ধারাবাহিকতায় রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ে হাজির হন টিকে গ্রুপ, এস আলম, এডিবল ওয়েল ও বসুন্ধরার প্রতিনিধিরা।
বাজারে তেলের দাম বাড়ার জন| আন্তর্জাতিক বাজারকেই দুষছেন তারা।
শুনানিতে মিল মালিকদের ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে জানান জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের পরিচালক।
রমজানকে সামনে রেখে তেল নিয়ে কারসাজি করলে, কঠোর সাজার হুশিয়ারি দেন তিনি।