তৈরী পোশাক খাতে ৫০ বিলিয়ন ডলার রপ্তানী আয়ের লক্ষ্যমাত্রা
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৮:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
৫০ বিলিয়ন ডলার রপ্তানী আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সব ধরণের প্রস্তুতি নিয়েছে তৈরী পোশাক শিল্পের উদ্যোক্তারা। কিন্তু বন্ড, কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট কাজগুলো সহজীকরণ না করলে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।
দুপুরে চট্টগ্রামের বিজিএমইএ ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। তিনি আরো বলেন, করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস শিল্প খোলা রাখার মতো সাহসী উদ্যোগের সুফল মিলতে শুরু করেছে। বর্তমানে এই খাতে বিদেশী অর্ডারের অভাব নেই। কিন্তু বন্ড, কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠাগুলোর অসহযোগিতার কারণে বড় এই সম্ভাবনা কাজে লাগানো নিয়ে সংশয় তৈরী হয়েছে। তাই সরকারের উচিত ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করে রপ্তানী আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে শিল্প উদ্যোক্তাদের সহযোগী হওয়া। এসময় সংগঠনটির সহসভাপতি ও পরিচালকরাসহ সাবেক ও বর্তমান নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।