তৈরী পোশাক রপ্তানির হার কমে যাওয়ায় হতাশ ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০৫:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
আশংকাজনকভাবে কমছে তৈরী পোশাক রপ্তানির হার। সহসাই পরিস্থিতির উন্নতি হবে না বলে আশঙ্কা উদ্যোক্তাদের। এমন বাস্তবতায় পাট, চামড়া, ফার্ণিচারসহ অপ্রচলিত পণ্যের নতুন নতুন বাজার তৈরির ওপর জোর দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির স্বার্থেই বিকল্প পণ্যের নতুন বাজার খুঁজতে হবে।
২০২১-২২ অর্থবছরে দেশের রপ্তানী আয় ৫২ বিলিয়ন ডলারের মধ্যে এককভাবে ৪২ বিলিয়নই এসেছে তৈরী পোষাক শিল্প থেকে। এবারের টার্গেট আরো বেশি। কিন্তু চলতি অর্থবছরের প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রার ধারে কাছে নেই এই খাত। উদ্যোক্তারা বলছেন, এক সময়ের সম্ভাবনাময় চামড়া ও পাটজাত ১০টি অপ্রচলিত রপ্তানীযোগ্য পণ্যের চাহিদা বিশ্ববাজারে নতুন করে তৈরী হয়েছে। তবে কাঁচামালের চেয়ে ফিনিস প্রডাক্ট-এর প্রতি আগ্রহ বেশি বায়ারদের।
ব্যবসায়ী নেতারা বলছেন, বিকল্প পণ্য ও নতুন বাজারের সম্ভাবনা দীর্ঘদিন ধরে থাকলেও সংশ্লিষ্ট দফতরের আন্তরিকার অভাব আর অদক্ষতায় তা কাজে লাগানো যায়নি।
আর অর্থনীতিবিদরা বলছেন, একটি পণ্যের ওপর নির্ভরশীল হওয়া যে কোন অর্থনীতির জন্য ঝুঁকিপুর্ণ। অর্থনীতির নিরাপত্ত্বার স্বার্থেই বিকল্প খুজতে হবে সরকারকে।
একসময় চা, পাট ও চামড়াকে ডিঙিয়ে, দেশের প্রধান রপ্তানী পণ্য হয় তৈরি পোষাক। এই খাতে বিপর্যয় নামলে, শুন্যস্থান পুরণ করার মতো কোনো পণ্যের সন্ধান পাচ্ছেন না সংশ্লিষ্টরা।