ত্বকী হত্যার বিচার শুরুর অপেক্ষাতেই কাটলো ১১ বছর
- আপডেট সময় : ১১:৩২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
দীর্ঘ ১১ বছরেও নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা রেব। ফলে শুরু হয়নি মামলার বিচার কার্যক্রম।
যদিও হত্যাকাণ্ডের এক বছরের মাথায় রেবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল জিয়াউল আহসান সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন–ত্বকী হত্যার কারণ স্পষ্ট, আসামিও চিহ্নিত। অভিযোগপত্রও প্রায় তৈরি। অল্প সময়ের মধ্যে তা আদালতে দাখিল করা হবে। যা দীর্ঘ ১০ বছরেও সম্ভব হয়নি।২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। পরদিনই মেধাবী এই কিশোরের এ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে জানা যায়, ত্বকী পদার্থবিজ্ঞানে সারাবিশ্বে এবং রসায়নে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পায়। ৮ মার্চ সকালে শহরের পাঁচ নম্বর ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার হয়।