ত্রাণবাহী একটি বিমান পৌঁছেছে সুনামিতে লণ্ডভণ্ড দ্বীপ দেশ টোঙ্গায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো ত্রাণবাহী একটি বিমান পৌঁছেছে সুনামিতে লণ্ডভণ্ড দ্বীপ দেশ টোঙ্গায়। এ তথ্য জানিয়েছে নিউজিল্যান্ড। টোঙ্গার প্রধান বিমানবন্দর থেকে আগ্নেয়গিরির ছাই পরিষ্কারের পর অবতরণ করে বিমানটি।
নিরাপদ পানি এবং খাবারসহ বৈদ্যুতিক জেনারেটর ও যোগাযোগ স্থাপনকারী সরঞ্জাম পাঠানো হয়েছে। জাপান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের আরও কয়েকটি বিমান এবং জাহাজ টোঙ্গার পথে রয়েছে। সেসব জাহাজেও পাঠানো হচ্ছে জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম। অগ্ন্যুৎপাত এবং সুনামির ৫ দিন পর সাময়িকভাবে চালু হয়েছে ফোন লাইন। শিগগিরই দ্বীপের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটিতে ১৫ জানুয়ারি ভয়াবহ সুনামি ও অগ্ন্যুৎপাতে তিন জন নিহতের খবর পাওয়া গেছে এখন পর্যন্ত।