ত্রাণের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ত্রাণ বঞ্চিত অসহায় মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে ত্রাণের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ত্রাণ বঞ্চিত অসহায় মানুষ।
দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকার নারী-পুরুষ এ বিক্ষোভ করেন। তাদের দাবী এখন পর্যন্ত তারা কোন সরকারি কিংবা বেসরকারি ত্রাণ বা খাদ্য সহায়তা পাননি। এদিকে অনেকে অভিযোগ করেন, ঝালকাঠির পৌর কাউন্সিলররা সুষমভাবে ত্রাণ বিতরণ করছেন না। আত্মীয়-স্বজন এবং দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলরা। অপরদিকে ত্রাণ বঞ্চিত নারী-পুরষের এ বিক্ষোভে কয়েকজন কাউন্সিলর বাধা দেয় এবং গ্রেফতারের হুমকি দেয়। পরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু বঞ্চিত মানুষের ত্রাণ সহায়তার সমাধান হয়নি।