ত্রাণ সরকার দলীয় নেতাকর্মীদের আত্মসাৎ, কোন ধরনের অপরাধের পর্যায়ে পড়ে: রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দের ত্রাণ– সরকার দলীয় নেতাকর্মীদের আত্মসাৎ–কোন ধরনের অপরাধের পর্যায়ে পড়ে তা তথ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
“বিএনপি নেতা রিজভীর বক্তব্য ফৌজদারি অপরাধের শামিল”– তথ্যমন্ত্রীর এমন মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই পাল্টা প্রশ্ন ছোঁড়েন তিনি। রিজভী অভিযোগ করেন, বিএনপি ঝুঁকির মধ্যেও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছে। আর আওয়ামী লীগ নির্জন কক্ষে বসে শুধু বিএনপির সমালোচনা করছে। জনগণের অর্থে পরিচালিত রাষ্ট্রীয় ত্রাণ নিয়ে আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির কথা তুলে ধরলেই তাদের নানাভাবে হয়রানির করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। বিএনপির যে কোনো কর্মকান্ডে সরকার ষড়যন্ত্রের গন্ধ খোঁজে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।