ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসডর সৌরভ
- আপডেট সময় : ০৪:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
ত্রিপুরা যা পারে, পশ্চিমবঙ্গ পারে না। দাদাকে রাজ্যের পর্যটন অ্যাম্বাসডর ঘোষণা করল ত্রিপুরা।
আগামী মাসেই সরকারিভাবে ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে কাজ শুরু করতে পারেন সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার মহারাজের বেহালার বাড়িতে এসেছিলেন ত্রিপুরার প্রতিনিধিরা। সৌরভ তাদের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বলেই সূত্র জানাচ্ছে। যদিও সৌরভ সরাসরি এবিষয়ে কোনো মন্তব্য করেননি।
মঙ্গলবার আচমকাই সৌরভের বেহালার বাড়িতে পৌঁছে যান ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তার সঙ্গে ছিলেন দপ্তরের সচিব উত্তমকুমার চাকমা এবং দপ্তরের কর্মকর্তা তপনকুমার দাস। ত্রিপুরার বিখ্যাত সুন্দরী মন্দিরের একটি মডেল এবং ফুলের স্তবক নিয়ে তারা সৌরভের বাড়ি পৌঁছান।
সৌরভকে তারা জানান, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার অনুরোধ, সৌরভ যেন তাদের রাজ্যের পর্যটন ব্র্যান্ড অ্যাম্বাসডর হন। সূত্র জানাচ্ছে, প্রাথমিকভাবে সৌরভ বলেছিলেন, তিনি প্রস্তাবটি ভেবে দেখবেন। তবে দিনের শেষে তিনি প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। ফলে আগামী মাস থেকেই তিনি কাজ শুরু করতে পারেন।
আইপিএলে দিল্লির দলের সঙ্গে যুক্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি। তবে মাঝে একটু বিরতি নিয়ে তিনি কলকাতায় ফিরেছেন। আর সেই সুযোগই কাজে লাগিয়েছেন ত্রিপুরার মন্ত্রী।
এর আগেও সৌরভ ত্রিপুরা যেতে পারেন, এমন গুজব ছড়িয়েছে। বস্তুত, ত্রিপুরায় ভোটের সময়েও শোনা গেছিল, বিজেপির শীর্ষ নেতৃত্ব সৌরভকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সৌরভ তা মানতে চাননি। যদিও বিজেপি বা সৌরভ কোনোপক্ষই এবিষয়ে কখনো মুখ খোলেনি। এদিনও সৌরভ নিজে কিছু জানাননি। তবে সূত্র জানাচ্ছে, ব্র্যান্ড অ্যাম্বাসডর হতে সম্মত হয়েছেন মহারাজ।
এর আগে পশ্চিমবঙ্গ ছেড়ে ত্রিপুরায় গেছিলেন ভারতের আরেক ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। ত্রিপুরার হয়েই তিনি এখন ক্রিকেট খেলেন। রাজ্যের ক্রিকেট মেন্টরও তিনি। এবার ত্রিপুরার পথে সৌরভ। অনেকেই প্রশ্ন তুলছেন, ত্রিপুরা যা পারে, পশ্চিমবঙ্গ তা পারে না কেন? উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসডর শাহরুখ খান।
ডয়চে ভেলে