থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ১৭টি স্থানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ১৭টি স্থানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৭ জন। কর্তৃপক্ষ বলছে, এটি একটি সমন্বিত হামলা।
পুলিশ ও সামরিক বাহিনী জানায়, মঙ্গলবার মধ্যরাতের পর নিত্যপণ্যের দোকান ও গ্যাস স্টেশন লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। মালয়েশিয়ার সীমান্ত বরাবর দক্ষিণ থাইল্যান্ডের প্রদেশগুলোতে এক দশক ধরে বিদ্রোহ চলছে। সহিংসতা পর্যবেক্ষণকারী ডিপ সাউথ ওয়াচ গ্রুপের মতে, ২০০৪ সাল থেকে সংঘাতে ৭ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ২০১৩ সালে শুরু হওয়া শান্তি আলোচনা বারবার বাধার সম্মুখীন হয়েছে।