থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে শনিবারের মধ্যে পদত্যাগের আলটিমেটাম
- আপডেট সময় : ০৩:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর পদত্যাগ ও রাজার ক্ষমতা সীমিতকরণের লক্ষ্যে থাইল্যান্ডের আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী প্রিয়ুথ চান ওচাকে শনিবারের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে। বৃহস্পতিবার জরুরি অবস্থা তুলে নিয়েছে থাই সরকার।
এর মধ্যে প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলন আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। জবাবে দেশটির প্রধানমন্ত্রী ওচা সুর নরম করে জরুরি অবস্থা তুলে নেয়ার ইঙ্গিত দেন। একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের বলেন, তারা যেন ঘৃণা ও বিভক্তি ছড়ানো কথাবার্তা বন্ধ করেন। দুই সপ্তাহ আগে জরুরি অবস্থা ও কারফিউ জারি করেছিল থাই সরকার। তাতে চারজনের বেশি মানুষের একসঙ্গে জমায়েত নিষিদ্ধ করা হয়েছিল। কয়েক মাস ধরে টানা প্রধানমন্ত্রীর পদত্যাগ ও রাজতন্ত্রের বিরুদ্ধে চলমান আন্দোলন বন্ধের উদ্দেশ্যে জরুরি অবস্থাটি জারি করা হয়। সরকারি এক বিবৃতিতে বলা হয়, যে সহিংস পরিস্থিতির কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছিল তা মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে। এ কারণে জরুরি অবস্থা তুলে নেয়া হয়েছে।