থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোন আয়োজন নয় : ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ০৭:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
সংবাদের শুরুতেই থাকছে বর্ষ বরণের খবর। ইংরেজি নববর্ষ বরণে থার্টিফার্স্ট নাইটে রাজধানীতে উন্মুক্ত স্থানে কোনো আয়োজন করা যাবে না। আতশবাজি ও পটকা ফুটানোও নিষিদ্ধ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বলেন, থার্টিফার্স্ট উপলক্ষে শহরজুড়ে সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ নিয়োজিত থাকবে। বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে। যাতে কোনো জঙ্গিগোষ্ঠী নাশকতা চালাতে না পারে। সকালে ডিএমপির এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সোয়াত, ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রয়েছে।
ইংরেজি নতুন বছর ২০২৩ সাল বরণ উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তার প্রস্তুতি জানাতে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্টোপলিটন পুলিশ- ডিএমপি।
এসময় থার্টিফাস্ট নাইটে রাজধানীর নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বলেন, থার্টিফার্স্টে উন্মুক্ত স্থানে কোনো আয়োজন করা যাবে না। ফানুস উড়ালেও ব্যবস্থা নেয়া হবে।
থার্টিফার্স্টে জঙ্গি হামলার হুমকি বিষয়ে কমিশনার বলেন, সম্প্রতি দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে অব্যাহত অভিযানে ধরাও পড়ছে জঙ্গি সদস্যরা। তবে থার্টিফার্স্টে কোনো হুমকি নেই।
যে কোনো প্রয়োজনে নগরবাসীদের পুলিশকে ফোন করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।