দক্ষিণাঞ্চলে বাড়ছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগ
- আপডেট সময় : ০৫:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
দক্ষিণাঞ্চলজুড়ে শিশুদের নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়েরিয়া ও ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। ২৫ দিন থেকে পাঁচ বছর বয়সের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিদিন গড়ে আড়াই’শ রোগী খুলনা শিশু হাসপাতালের চিকিৎসা নিতে আসছে।
গেল বছর শীত মৌসুমে খুলনা শিশু হাসপাতালে যেখানে একমাসে সর্বোচ্চ ১২ হাজার রোগী চিকিৎসা নিয়েছে এবছর তা ১৫ হাজারের কাছাকাছি। রোগীর চাপ বেশি হওয়ায় শীতকাল জুড়ে খুলনা বিভাগে একমাত্র শিশু হাসপাতালের পুরোটাই শিশু রোগীতে পূর্ণ।আর বহিঃ বিভাগেও প্রতিদিন চিকিৎসা নিচ্ছে গড়ে ৫ শতাধিক রোগী।
ডিসেম্বর থেকে জানুয়ারীতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুর সংখ্যা ২০ ভাগ বেড়েছে, বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতালে আসা অধিকাংশ রোগী ভাইরাল ইনফেকশন জনিত রোগে আক্রান্ত। তাই শিশুদের সুস্থ্যরাখতে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের।
চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের কোন প্রকার এন্টিবায়োটিক বা ঔষধ না খাওয়ানোর পরামর্শ শিশু বিশেষজ্ঞদের।