দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের থাবাংচুতে গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় রাত একটার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুন হন তিনি।
নিহত গোলাম মোস্তফার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তার পরিবার জানায়, দক্ষিণ আফ্রিকার স্থানীয় সন্ত্রাসীদের একটি দল কয়েকদিন আগে গোলাম মোস্তফার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় হত্যা করা হয়েছে বলে ধারণা করছে তার পরিবার। ২০১৪ সালে গোলাম মোস্তফা দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে আরেক বাঙালির সাথে যৌথভাবে ব্যবসা শুরু করেন তিনি। দক্ষিণ আফ্রিকার একই এলাকায় থাকা বাংলাদেশিদের মাধ্যমে তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।