দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু ভারতের
- আপডেট সময় : ০৯:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে প্রোটিয়াদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। থিরুভানাথাপুরামে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় ভারত।
শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়া ব্যাটাররা। ৯ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় দক্ষিণ আফ্রিকা। তবে শেষ দিকে কেশব মাহারাজের ৪১ রানে আর মাজে এইডেন মার্করামের ২৫ রানে ১০৬ রানের সংগ্রহ পায় সফরকারীরা। ওয়েন পার্নেলের ব্যাট থেকে আসে ২৪ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শার্মা ও বিরাট কোহেলির উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। তবে তৃতীয় উইকেটে লুকেশ রাহুল আর সূর্যকুমার যাদবের ৯৩ রানের জুটি জয় পায় স্বাগতিকরা। ৫১ রানে রাহুল আর ৫০ রানে অপরাজিত সূর্যকুমার যাদব। রোববার দ্বিতীয় টি-টুয়েন্টি মুখোমুখি হবে দু’দল।