দক্ষিণ আফ্রিকায় স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত গেয়ে অনুশীলন শুরু টাইগারদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত গেয়ে অনুশীলন শুরু টাইগারদের। দক্ষিণ আফ্রিকার চ্যাটসওয়ার্থ ক্রিকেট ক্লাবে আজকের অনুশীলন শুরুর আগে দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ প্রত্যেক সদস্য মিলে সমস্বরে গেয়েছেন জাতীয় সঙ্গীত।
এসময় অধিনায়ক মুমিনুল হক, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, নির্বাচক হাবিবুল বাশার সুমনদের হাতে ধরা ছিল গৌরবময় লাল-সবুজ পতাকা। পুরো দল মিলে পতাকা নিয়ে ছবিও তুলেছে। তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন দক্ষিণ আফ্রিকায়। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা। আগামী শুক্রবার ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে এখন চলছে শেষ মুহূর্তের অনুশীলন পর্ব।