দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্য বদল করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
মুজিব চিরন্তন প্রতিপাদ্যে জাতীয় প্যারেড স্কোয়ারে চলছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ১০ দিনব্যাপী অনুষ্ঠান। ষষ্ঠদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর নীতি, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বেড়ে উঠতে পারে সে লক্ষ্যে সকলকে উদ্যোগী হতে হবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পারস্পারিক সহযোগীতার ক্ষেত্র প্রসারিত করে দক্ষিণ এশিয়ায়র মানুষের ভাগ্য বদল করতে চায় বাংলাদেশ।
‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে জাতীয় প্যারেড স্কোয়ারে চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দশ দিনব্যাপী অনুষ্ঠানমালা। সোমবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজকের অনুষ্ঠানের থিম ” বাংলার মাটি, আমার মাটি”। শুরুতেই গানে গানে আর প্রামান্যচিত্রে উঠে আসে বঙ্গবন্ধুর জীবন, আত্মত্যাগ আর দেশপ্রেম। দেশি-বিদেশী অতিথিরা এসময় স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশ সম্পর্কে ভিডিও ডকুমেন্ট উপভোগ করেন।
রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অনেক বাধা মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে।
রাষ্ট্রপ্রধান আরো বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।
সভাপতির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আঞ্চলিক সহযোগীতার হাত আরো প্রসারিত করার মাধ্যমে এ অঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে চায় বাংলাদেশ।
সরকার প্রধান বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এ অঞ্চলের অগ্রগতিতে টেকসই করার আহ্বান জানান তিনি।
জলবায়ূ পরিবর্তনের ধারা নিয়ন্ত্রণ করতে বিশ্বনেতাদের সক্রীয় ভূমিকা দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।