দক্ষিণ কোরিয়ায় টাইফুন হিন্নামোরের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০
- আপডেট সময় : ০৩:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দক্ষিণ কোরিয়ায় টাইফুন হিন্নামোরের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। দক্ষিণ উপকূলে আঘাত হানা এ টাইফুনে বড় বড় ঢেউ ও প্রবল বৃষ্টি দেখা দেয়। বিগত কয়েক দশকের মধ্যে এটি ছিল অন্যতম শক্তিশালী ঝড়। দু’দিন ধরে বয়ে যাওয়া এ ঝড়ে সৃষ্ট বন্যায় রাস্তাঘাট ও বাড়িঘর ডুবে গেছে।
সেন্ট্রাল ডিজাস্টার এন্ড সেফটি কাউন্টারমেজার্স হেডকোয়াটার্স থেকে বলা হয়েছে, ঝড়ে অন্যতম বিধ্বস্ত বন্দরনগরী পোহাংয়ে সাতটি মরদেহ ও জীবিত দুজনকে উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছে দুজন। চলছে উদ্ধার অভিযান। টাইফুনের কারণে ৫ হাজারেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। প্রায় ১২ হাজার বাড়িঘর ধ্বংস এবং প্রায় ৯০ হাজার ঘরবাড়ি বিদ্যুবিহীন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ দেশজুড়ে ছয়শ’রও বেশি স্কুল বন্ধ এবং স্থানীয় এয়ারলাইন্সের ২৫০টি ফ্লাইট বাতিল করেছে।