দগ্ধদের চিকিৎসায় দেশের ওপর আস্থা রাখুন : আবু হেনা রনি
- আপডেট সময় : ০৮:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
দগ্ধদের উন্নত চিকিৎসা এখন দেশেই হচ্ছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। কৌতুকাভিনেতা আবু হেনা রনিসহ দগ্ধ রোগীদের দেশীয় চিকিৎসায় আস্থা রাখার আহ্বান জানান তিনি। আর, ৬০ ভাগ পোড়া রোগী সুস্থ করে তুলতে সক্ষমতা দেখানোয় ধন্যবাদ জানান পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীর্ঘ এক মাসের চিকিৎসায় সুস্থ হয়েছেন গাজীপুর মেট্রেপিলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও কনস্টেবল জিল্লুর রহমান।
হাসপাতাল ত্যাগের আগে, বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
দগ্ধদের চিকিৎসায়, দেশের ওপর আস্থা রাখার কথা জানান আবু হেনা রনি।
পোড়া রোগীদের চিকিৎসায় নিজেদের সক্ষমতার কথা তুলে ধরেন ইনস্টিটিউটের সমন্বয়ক।
দগ্ধরা দেশীয় চিকিৎসায় আস্থা রাখায় তাদের ধন্যবাদ জানান পুলিশের মহাপরিদর্শক।