দগ্ধ ৫ জনের মধ্যে কমেডিয়ান রনিসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন দদ্ধ হন।
গতকাল জেলা পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধা উদ্বোধনের সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপি বেনজীর আহমেদের উপস্থিত ছিলেন। দগ্ধ ৫ জন হলেন আবু হেনা রনি, মোশাররফ হোসেন, জিল্লুর রহমান ও …….। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা আক্তার জানান, রনির শরীরের ২৫ ভাগ, মোশাররফ হোসেনের ৩০ ভাগ ও অন্যরা ২০ ভাগ দগ্ধ হয়েছেন।