দর্শনার্থীদের পদচারণায় মুখর চিড়িয়াখানা
- আপডেট সময় : ০৯:০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর মিরপুর জাতীয় চিড়িয়াখানা। ছুটির দিন হওয়ায় শিশু-কিশোরদের সাথে নিয়ে বাবা-মা ও আত্মীয়স্বজন ঈদ আনন্দ উপভোগে ভিড় করেন সেখানে।
ব্যস্ত নগরবাসী একটু অবসর পেলেই ঘুরে বেড়াতে ভালোবাসেন। ঈদের ছুটি যোগ করে বাড়তি আনন্দ। ঈদে পরিবারের ছোট্ট সদস্যের পছন্দ চিড়িয়াখানা। পাশেই বোটানিক্যাল গার্ডেনও ঘুরে দেখেন অনেকে। সে কারণেই দু’জায়গায় দেখা গেছে উপচে পড়া ভিড়।
মহামারী আর যান্ত্রিক জীবনকে পেছনে ফেলে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে বুক ভরে নিশ্বাস নিতে পেরে আনন্দিত অনেকে। যারা গাছ প্রেমিক তারা খুঁজে ফিরেছেন গাছের নাম আর পরিচিতি।
ঈদের চতুর্থদিনও লাখো দর্শণার্থীর দেখা মেলে মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। বইয়ের পাতার জেব্রা-জিরাফ, বাঘ মামা আর সিংহ মশাইকে বাস্তব রূপ দেখে বিস্ময় আর আনন্দে আত্মহারা শিশুরা।
তবে বাধ সাধে অল্প সময়ের বৃষ্টি। পরের মিষ্টি রোদ হাসি ফিরিয়ে আনে শিশু-কিশোরদের মুখে। সন্তানের এমন উচ্ছাসে সবচে সুখী অভিভাবকরা।
দর্শনার্থীদের চিড়িয়াখানায় নিরাপদ বিনোদন দিতে তৎপর দেখা ছিলো নিরাপত্তা ব্যবস্থা।
আরও কয়েকদিন এসব বিনোদন কেন্দ্রগুলোতে আসা দর্শনার্থীর যথেষ্ট উপস্থিতি থাকবে আশাবাদী সংশ্লিষ্টরা।
তবে ঈদের পর হলেও নিয়ম মেনে রোববার চিড়িয়াখান বন্ধ থাকবে জানিয়েছে কর্তৃপক্ষ।