দর্শনার্থীদের ভীড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক
- আপডেট সময় : ০৫:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে নরসিংদীতে। দর্শনার্থীদের ভীড়ে মুখর বিনোদন কেন্দ্রগুলো। ঈদ ঘিরে নতুন রাইডস যুক্ত করার পাশাপাশি বর্ণিল সাজে সাজানো হয়েছে নরসিংদীর একমাত্র বৃহৎ ড্রিম হলিডে পার্ক। দর্শনার্থীদের নিরাপত্তায় পার্কে নানমুখী ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
ঈদের পরদিন থেকে মানুষের পদচারণায় মুখর নরসিংদীর একমাত্র বিনোদন কেন্দ্র ‘ড্রিম হলিডে পার্ক’। দ্বিতীয় ও তৃতীয় দিনে ক্রমেই বেড়েছে উপস্থিতি। সকাল থেকেই পার্কের বিভিন্ন রাইডস উপভোগ করেন দেশ ও দেশের বাইরে থেকে আসা দর্শনার্থীরা।
এয়ার বাইসাইকেল, বাম্পার কার, সোয়ান বোট, ওয়াটার বোট, রোলার কোষ্টার, ডেমু ট্রেন, সুইং চেয়ার, স্পিডবোট, জাম্পিং হর্স, লাফার কিংসহ আইস পাহাড়, অত্যাধুনিক ভিআর, নাইন-ডি, ক্যাবল কার, ওয়াটার পার্ক ও অনেক মজাদার সব রাইডসে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। পার্কে পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলী টানেলসহ বেশ কিছু স্থাপনার নিদর্শন দর্শনার্থীদের মুগ্ধ করে।
দর্শনার্থীদের চাহিদা বিবেচনায় রেখে প্রতি বছরই পার্কের আধুনিকায়নে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকছে ড্রিম হলিডে পার্ক। প্রবেশে ফি জনপ্রতি ৩২০ টাকা। তবে ছোটদের জন্য রয়েছে বিশেষ ছাড়।