দলকে না জানিয়ে জাপা প্রার্থীদের নির্বাচন প্রত্যাহার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ১৮০৫ বার পড়া হয়েছে
দলকে না জানিয়ে জাতীয় পার্টি যে প্রার্থীরা নির্বাচন থেকে সরে গেছে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙখলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।
রাতে নিজ নির্বাচনী এলাকা রংপুরের পানবাজার মাঠে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশের বিষয়ে সরকার কথা না রাখলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এক্ষেত্রে এককভাবে কেউ সিদ্ধান্ত নিতে পারবেন না। জয়ী হলে রংপুরের উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি এলাকার ভোটারদের কথা সংসদ এবং সংসদের বাইরে তুলে ধরবেন বলেও জানান তিনি। এ সময় সদর উপজেলার বিভিন্ন বাজারে পথসভায় বক্তব্য রেখে লাঙ্গলের পক্ষে ভোট চান জিএম কাদের।