দেশে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি : অভিযোগ আওয়ামী লীগের

- আপডেট সময় : ০৭:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সরকারকে বিব্রত করতেই বিএনপি নির্বাচন কমিশন গঠন আইনের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল উল আলম হানিফ। এদিকে, বিএনপিকে খুশি করতে তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচন কমিশনের দায়িত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোমবার রাজধানীর বকশীবাজার নবকুমার ইনস্টিটিউট প্রাঙ্গণে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এসময় দলের সহযোগী ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিলেন।
পরে, গণমাধ্যমের কাছে নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন হানিফ।
এদিকে দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন ইস্যুতে দেশে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি।
বিএনপি নির্বাচন কমিশন গঠনে আইনের কথা বললেও, সরকার উদ্যোগ নেয়ার পর বিরোধিতা শুরু করেছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী।