দলিল লেখক ও সাব রেজিস্ট্রারের দ্বন্দ্বে রেজিস্ট্রি অফিসের কার্যক্রম বন্ধ
- আপডেট সময় : ১০:১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
দলিল লেখক ও সাব রেজিস্ট্রারের দ্বন্দ্বের জেরে নেত্রকোনার কলমাকান্দা রেজিস্ট্রি অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সব ধরনের সেবা বন্ধ রয়েছে। সাব রেজিস্টারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে কর্মবিরতি পালন করছে দলিল লেখকরা। এদিকে ২০ দিন ধরে সাব রেজিস্টার অফিসে না আসায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। আর সরকার হারাচ্ছে রাজস্ব। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
কলমাকান্দা উপজেলা রেজিস্ট্রি অফিসে প্রতিদিন প্রায় একশোটির মত জমির দলিল রেজিস্ট্রি হয়। ডিসেম্বরের প্রথম দিকে সাব রেজিস্ট্রার ও দলিল লেখকদের মধ্যে সেরেস্তা নিয়ে দ্বন্দ্ব হয়। দলিল লেখকদের অভিযোগ, সরকার নির্ধারিত ফিসের চেয়ে বেশি ফিস দাবি করছে সাব রেজিস্টার। এনিয়েই বিরোধ। আর সাব রেজিস্টার রহমত উল্লাহ লতিফও দলিলে স্বাক্ষর করা থেকে বিরত রয়েছেন। এরইমধ্যে এই সাব রেজিস্টারের অপসারণ দাবিতে গেল ৫ ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করছে দলিল লেখকরা।
এদিকে, দলিল লেখকদের কর্ম বিরতি অব্যাহত রয়েছে। অন্যদিকে কলমাকান্দায় ছুটি দেখিয়ে পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুরে সাব রেজিস্টারের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন রহমত উল্লাহ লতিফ। এতে জনগণের ভোগান্তিতে বেড়ে যাওয়াসহ সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি সাব রেজিস্টার রহমত উল্লাহ লতিফ। তবে লিখিতভাবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানালেন জেলা প্রশাসক।
দ্রুত কলমাকান্দা সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে প্রশাসন, এমনই দাবি উপজেলাবাসীর।