দলীয় গঠনতন্ত্রের ধারা পরিবর্তন নিয়ে বিতর্কে জড়ালেন রাঙ্গা ও মহাসচিব চুন্নু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
দলীয় গঠনতন্ত্রের ধারা পরিবর্তন করা নিয়ে, এবার বিতর্কে জড়ালেন জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। রাঙ্গা গঠনতন্ত্র পরিবর্তনের অভিযোগ তুললেও, চুন্নু বলেছেন, কোনো পরিবর্তন করা হয়নি। তিনি রাঙ্গার দাবিকে অবান্তর বলেও মন্তব্য করেন।
গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে, দলীয় গঠনতন্ত্রের ২০ ধারা পরিবর্তন করে চেয়ারম্যানের ক্ষমতা অপব্যবহারের অভিযোগ করেছেন সদ্য অব্যাহতি পাওয়া জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।
পরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে, মসিউর রহমান রাঙ্গার অভিযোগ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি দলের মহাসচিব। বলেন, গঠনতন্ত্রের কোনো পরিবর্তন করা হয়নি।
জাতীয় পার্টি জি এম কাদেরের নেতৃত্বেই ঐক্যবদ্ধ আছে বলে জানান মুজিবুল হক চুন্নু।