দশ দফা দাবির পূর্ণ বাস্তবায়ন ছাড়া ক্লাস ও পরীক্ষায় অংশ নেবে না বুয়েট শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৮:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের অনঢ় অবস্থানের কারণে বুয়েটের আগামী ১৯ অক্টোবরের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। বুয়েট ক্যাম্পাসকে শান্তিপূর্ণ এবং নিরাপদ করতে এবার তারা কোনভাবেই আপস করবেন না। ক্যাম্পাসের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সাধারণ শিক্ষার্থীরা বদ্ধপরিকর। আর তাই, এবার ১০ দফা দাবির পূর্ণ বাস্তবায়ন ছাড়া ক্লাস কিংবা পরীক্ষায় অংশ নেবেন না তারা।
মেধাবীদের কারখানা হিসেবে পরিচিত বুয়েট। গেলো ৬ অক্টোবর ঘটে যাওয়া নির্মমতার যেন রাজসাক্ষী হয়ে আছে ক্যাম্পাসের এই দেয়ালগুলো। আবরার হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি চান না শিক্ষার্থীরা। যেকোন মূল্যে বিশ্ববিদ্যালয়টির হারানো গৌরব ফিরিয়ে আনতে চায় তারা।
ক্যাম্পাসে অপরাজনীতির প্রভাবে আতঙ্কে দিন কাটতো অনেক শিক্ষার্থীর। যার বিরূপ প্রভাব পড়তো তাদের পড়াশোনায়। হলগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে লাঞ্ছিত হওয়ার ভয় সবসময় তাড়িয়ে বেড়াতো তাদের।
আগামী ১৯ অক্টোবরের সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জনসহ সব ধরণের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে এখনও অনঢ় শিক্ষার্থীরা।