দশ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
দশ মাস পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর।
দুপুর বারটায় তাকে মুক্তি দেয়া হয়েছে। জেল সুপার আব্দুল জলিল জানান, আহমেদ কবির কিশোরের জামিনের কাগজ ১১ টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে কিশোরকে মুক্তি দেয়া হয়। মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট কিশোরকে গত বছর মে মাসে গ্রেপ্তার করে রেব।সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে তারা সহ মোট ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। একই মামলায় একই সঙ্গে গ্রেপ্তার হওয়া কারাবন্দী লেখক মুশতাক আহমেদ গত ২৫ ফেব্রুয়ারি মারা গেছেন