দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দু’জন নিহত
- আপডেট সময় : ০২:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দু’জন নিহত হয়েছে। আর ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ট্রাক হেল্পার রবিউল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে ঘাটাইলের আন্দিপুর থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশাটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী শাহজাহান ও নেপালের মৃত্যু হয়। আহত হয় অপর তিন যাত্রী।
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম নামে এক ট্রাক হেল্পার নিহত হয়েছে। পুলিশ জানায়, ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাওয়া দ্রতগামী একটি ট্রাক- ব্যস্ত সড়কে দাঁড় করিয়ে রাখা মালভর্তি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।