দাঁড়িয়ে যাত্রী না নেয়ার শর্তে আগের ভাড়ায় ফিরলো গণপরিবহন
- আপডেট সময় : ০৭:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
আজ থেকে আগের ভাড়ায় ফিরলো গণপরিবহন। সেই সাথে দুই সিটে একজন বসার নিয়ম বাতিলের পাশাপাশি দাঁড়ানো যাত্রী নেয়াও নিষিদ্ধ করা হয়েছে। তবে, রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে এখনো বর্ধিত ভাড়া নেয়ার অভিযোগ করেছেন অনেকে। আর স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ অস্বীকার করেছেন পরিবহন শ্রমিকরা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন চালাতে ৩১ মে থেকে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়। এদিকে, সরকার নির্ধারিত নিয়ম না মানলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
করোনা প্রতিরোধে গেলো ৩১ মে থেকে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। নিয়ম অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে মোট আসনের অর্ধেক যাত্রী বহন করলেও, সম্প্রতি সামাজিক দূরত্বের তোয়াক্কা করছে না গণপরিবহনগুলো। যার কারণে বাড়তি ভাড়া বাতিলের দাবি তোলে বিভিন্ন সংগঠন। তাই গত ২৯ আগস্ট এ সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানিয়েছিলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঘোষণা অনুযায়ী আজ থেকে যত আসন তত যাত্রী নিয়ে চলছে গণপরিবহনগুলো। সেই সাথে বাতিল হয়েছে বাড়তি ভাড়া। তবে, বর্ধিত ভাড়া নেয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। যাত্রীদের স্বাস্থ্যবিধি না নামার অভিযোগও অস্বীকার করেছেন পরিবহন শ্রমিকরা।
তবে, অভিযোগ ছিলনা দূরপাল্লার যাত্রীদের। সরকার নির্ধারিত নিয়মেই চলছেন তারা।
সরকার নির্ধারিত নিয়ম না মানলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মতবিনিময় সভায় অংশ নিয়ে মন্ত্রী জানান,শুধু ভাড়া কমানো নয়, বাধ্যমুলকাভাবে স্বাস্থ্যবিধিও মানতে হবে সবাইকে।
পরিবহন সংশ্লিষ্ট সকলকে জনস্বার্থে এ নিয়ম মানার অনুরোধ জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের