দাদন ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছে বগুড়ার শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ

- আপডেট সময় : ১১:০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
দাদন ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছে বগুড়ার শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ। ঋণ নিতে দাদন ব্যবসায়ীদের কাছে বেতনের চেক আগাম বিক্রি করে দিচ্ছেন তারা। মাসের শুরুতেই শিক্ষকদের বেতন তুলছে দাদন মহাজনরাই।
বগুড়ার গাবতলীর সৈয়দ আহমদ কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ফজর আলী ঋণের টাকা শোধ করতে স্বেচ্ছায় অবসর নেন। তার মতো আরো অনেকেরই একই অবস্থা। আবার ঋণের মামলায় জড়িয়ে পালিয়ে বেড়াচ্ছে কেউ কেউ। জরুরী প্রয়োজন মেটাতে বেতনের স্বাক্ষর করা চেক তুলে দিয়ে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিচ্ছে অনেকেই।
দাদন মহাজন আর বিভিন্ন সঞ্চয় সমিতি থেকে চড়া সুদে ঋণ নিচ্ছে তারা। ঋণের কিস্তি দিতে না পারলে চক্রবৃদ্ধি হারে সুদ বাড়ছে। আবার টাকা আদায় করতে দাদন ব্যবসায়ীরা হুমকি এমনকি মামলা- হামলাও করছে।
অভিযোগ অস্বীকার করে সঞ্চয়ীদের মাঝেই ঋণ দেয়া হচ্ছে বলে দাবি করলেন সঞ্চয় সমিতির এক নেতা। তবে সমাজসেবা থেকে সনদ নিয়ে ঋণ কার্যক্রম চালানো অবৈধ, জানালেন সমাজসেবার এই কর্মকর্তা । দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকার ভুক্তভোগীরা।