দাম কমিয়ে পোশাক রপ্তানির অর্ডার না নেয়ার আহ্বান বিজিএমইএ সভাপতির
- আপডেট সময় : ০৭:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
চাহিদা কমার অজুহাতে যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে, তৈরি পোশাক রপ্তানির অর্ডার না নেয়ার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। রাজধানীর একটি হোটেলে ‘মেড ইন বাংলাদেশ সপ্তাহ’র উদ্বোধনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কারখানা মালিকদের প্রতি এ আহ্বান জানান তিনি।
ফারুক হাসান, এতে দেশের সামগ্রিক পোশাক শিল্পই অস্তিত্ব সংকটে পড়বে। গ্যাস-বিদ্যুতের সংকটে দেশের উৎপাদকদের পাশাপাশি বিদেশি ক্রেতাদের মাঝেও আতঙ্ক তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
দেশের পোশাক শিল্পের মেগা ইভেন্ট- ‘মেড ইন বাংলাদেশ সপ্তাহ-২০২২’ উদযাপনের উদ্বোধনী উপলক্ষে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে তৈরিপোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ।
বিশ্ববাজারে দেশের তৈরি পোশাক খাতের পরিধি সম্প্রসারণের পাশাপাশি অর্থনীতিকে সমৃদ্ধ করতে “মেড ইন বাংলাদেশ সপ্তাহ” কি ভূমিকা রাখবে তার ব্যাখ্যা দেন বিজিএমইএ সভাপতি।
রুশ-ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক সংকটকালে বিশ্ববাজারে অর্ডার কমার অজুহাতে কম মূল্যে কাজ নিলে দেশের সামগ্রিক পোশাক শিল্প অস্তিত্ব সংকটে পড়বে বলেও হুঁশিয়ার করেন বিজিএমইএ সভাপতি।
ঢাকায় ‘কেয়ার ফর ফ্যাশন’ স্লোগানে শুরু হওয়া সপ্তাহব্যাপী মেড ইন বাংলাদেশ সপ্তাহর পর্দা নামবে আগামী ১৮ নভেম্বর।