দাম নিয়ন্ত্রণ না হওয়ায় ভারত থেকে আলু আমদানির অনুমতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:২০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮৮৪ বার পড়া হয়েছে
ভরা মৌসুমেও দাম নিয়ন্ত্রণ না হওয়ায় ভারত থেকে আবারও আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আসতে শুরু করেছে ভারতীয় আলু।
আমদানির খবরেই স্থানীয় পাইকারি বাজারে পড়ে গেছে আলুর দাম।হিলি বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক দিন আগে যে আলু খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে আজ তা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৫ কেজি টাকা দরে। হিলি বন্দরে ৫২ জন আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে। গত বছরের ৩০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে আলু আমদানির অনুমোদন দেয় সরকার।