দারিদ্র্য নিরসনে ব্যর্থ সরকার জনগণের জীবন নিয়ে এখন খেলায় মেতেছে
- আপডেট সময় : ০৭:২১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
লকডাউন ঘোষণার পর, আবার সবকিছু খুলে দিয়ে, দারিদ্র্য নিরসনে ব্যর্থ সরকার জনগণের জীবন নিয়ে এখন খেলায় মেতেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের সমন্বয়হীতা ও পরিকল্পনার অভাবে দেশে করোনা সংক্রমণ ভয়াবহতার দিকে যাচ্ছে।
বিকেলে ভার্চূয়াল সাংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, প্রয়োজনীয় খাদ্যসহায়তা না দিয়ে লকডাউনের সিদ্ধান্তের কারণে মানুষ ভয়াবহ দারিদ্র্য পরিস্থিতি মোকাবিলা করছে। ফলে তারা ঘরে থাকতে পারছে না। ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, লকডাউন ঘোষণা করলেও দরিদ্রদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারেনি সরকার। জনগণের মাঝে হার্ড ইমিউনিটি তৈরির জন্য সাড়ে ১২ কোটি টিকা সংগ্রহের দাবি জানান তিনি। এসময় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করোনা মহামারি থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তাব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।