দারুণ জয়ে হেক্সা মিশন শুরু করলো ব্রাজিল
- আপডেট সময় : ০৫:৫৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
- / ১৭৮৪ বার পড়া হয়েছে
দারুণ জয়ে হেক্সা মিশন শুরু করলো ব্রাজিল। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। স্বপ্নের অভিষেকে ব্রাজিলের নায়ক জোড়া গোল করা রিচার্লিসন। এদিকে, প্রথম ম্যাচে রেকর্ড ফাউলের শিকার হয়েছেন নেইমার জুনিয়র।
.ডান পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পাওয়া এ ব্রাজিলিয়ান তারকার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। উত্তেজনা ছাড়নো ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের। এই ম্যাচ গোল করে প্রথম ফুটবলার হিসেবে টানা পাঁচ বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
ফেভারিটদের শুরুটা হলো ফেভারিটদের মতোই। হলুদ ঢেউ আর সাম্বার উৎসবে কাতার বিশ্বকাপকে মাতালো ব্রাজিল। রিচার্লিসন ঝড়ে উড়ে গেলো সার্বিয়া, জয়ে শুরু ব্রাজিলের হেক্সা মিশন।
যদিও শুরুটা ছিলো ছন্নছাড়া, নেইমার-ভিনিসিয়াসদের নিজেদের খুঁজে পেতে কেটে গেল বেশ খানিকটা সময়।
ছন্দের অভাব ছিল স্পষ্ট। তারপরও চেস্টার করেছিলেন নেইমার-ক্যাসেমিরোরা। ২৭ মিনিটে আরও একটা সুযোগ হাতছাড়া করলেন ভিনিসিয়াস জুনিয়র। এতে সমতায় থেকেই প্রথমার্ধ শেষ করে সেলেসাওরা।
বিরতির পরও গোল মিসের মহড়া ভাবায় ব্রাজিল। ৬০ মিনিটে নিশ্চিত গোল বঞ্চিত হয় তিতের দল। আলেক্সসান্দ্রো বুলেট গতির শট ফিরে আসে গোল পোষ্টে লেগে।
তবে, হতাশা আর বাড়তে দেননি রিচার্লিসন। ৬২ মিনিটে সেলেসাওদের এগিয়ে দেন টটেনহাম তারকা।
১১ মিনিটের ব্যবধানে আবারও স্পট লাইটে ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার চোখ জুড়ানো গোল, স্কোরলাইন ২-০।
পরের সময়টাতেও সার্বিয়ার রক্ষণে কাপন ধরায় ব্রাজিল। তবে আর ব্যবধান বাড়েনি। বিপরীতে বলার আক্রমণে যেতে পারেনি সার্বিয়া তবে, সুযোগ এসেছিলো।
ব্রাজিল-সার্বিয়ার মতো পর্তুগাল-ঘানার ম্যাচেও প্রথমার্ধে গোল পায়নি কেউই। তবে, লড়াই হয়েছে সমানে সমান।
বিরতির পর ডেডলক ভাঙ্গে পর্তুগাল। পেনাল্টি থেকে স্কোরশিটে নাম তোলেন ক্রিশ্চিয়ানোর রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে পর্তুগীজ যুবরাজের গোল।
ম্যাচে ফিরে সম্ভাবনার জানান দেয় ঘানা তবে, হার এড়াতে পারেনি। পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জিতে কাতার বিশ্বকাপে শুভ সূচনা করল পর্তুগাল।