দালালের খপ্পরে না পড়ে দক্ষ হয়ে শ্রমিকদের বিদেশ যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
প্রবাসীদের অধিকার সংরক্ষণসহ, তাদের কর্মসংস্থান ও নিরাপত্তায় দায়িত্বশীল ভূমিকা রাখতে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দালালের খপ্পরে না পড়ে, দক্ষ হয়ে বিদেশ যাওয়ারও আহ্বান তিনি। প্রধানমন্ত্রী জানান, প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম আর দক্ষিণ এশিয়ায় তৃতীয়। বর্তমানে বিশ্বের ১৭৩টি দেশে এক কোটিরও বেশি বাংলাদেশি কাজ করছে।
এ বছর ‘মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে শিক্ষাবৃত্তি ও সিআইপিদের সম্মাননা প্রদান করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।
বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতির বড় জোগানদাতা এই প্রবাসীদের প্রতি অভিবাসন সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার নিদের্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে প্রবাসীদের সুরক্ষায় ৭০০ কোটি টাকার প্রনোদনা ঘোষণা করেছে সরকার। প্রবাসে দক্ষ জনশক্তি পাঠাতে, দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রতিষ্ঠন গড়ে তোলা হচ্ছে বলে জানান, প্রধানমন্ত্রী।
ঋণ সহায়তার আশ্বাস দিয়ে বিদেশ ফেরত কর্মীদের ব্যবসার উদ্যোগের পরামর্শ দেন সরকার প্রধান। আত্মনির্ভরশীল দেশ গড়তে দক্ষ ও কর্মক্ষম শ্রমিক প্রয়োজন উল্লেখ করে দেশের চলমান মেগা প্রকল্পে দেশে ফেরা প্রবাসীদের কাজের সুযোগ আছে বলে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।