দালালের মাধ্যমে অবৈধ পথে বাংলাদেশী কর্মীদের বিদেশে না যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:৪৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
দালালের মাধ্যমে অবৈধ পথে বাংলাদেশী কর্মীদের বিদেশে না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে মালদ্বীপে প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, মালদ্বীপে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য মালদ্বীপ সরকারের সাথে আলোচনা হয়েছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।
মালদ্বীপ সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সংবর্ধনা সভার আয়োজন করে প্রবাসী বাংলাদেশীরা। এসময় ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী প্রবাসী কর্মীদের উদ্দেশ্য বলেন, দালালদের মাধ্যমে কোন বাংলাদেশী যেন অবৈধ পথে বিদেশে না যায়।
তিনি আরো বলেন, মালদ্বীপে বসবাসরত অবৈধ বাংলাদেশীদের জন্য মালদ্বীপ সরকারের সাথে আলোচনা হয়েছে। অচিরেই সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।
এছাড়া, প্রধানমন্ত্রী আরো বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই প্রবাসী ব্যবসায়ীদের আরো বেশি সচেতন থেকে দেশের সুনাম অর্জনে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান।