দায়সারা তদন্তে আসামী হয়নি হোসনি দালানে বোমা হামলার মাস্টারমাইন্ড
- আপডেট সময় : ০৭:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দায়সারা তদন্তে বাদ পড়েছে বহুল আলোচিত পুরান ঢাকার হোসনি দালানে বোমা হামলার মাস্টারমাইন্ড। নির্দোষ ব্যক্তিদের আসামী বানিয়ে মামলা সাজানোয় আড়ালে থেকে গেছেন পরিকল্পনাকারী ও নির্দেশদাতা। তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর এসব অভিযোগ উত্থাপন করেছে ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত। আলোচিত এই মামলার দুই আসামী আরমানকে ১০ ও কবিরকে ৭ বছরের কারাদণ্ড দেয় আদালত।
২০১৫ সালের ২৩ অক্টোবর পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে পুরান ঢাকা হোসনি দালানে বোমা হামলা চালায় নিষিদ্ধ সংগঠন জেএমবি। নির্মম ওই হামলায় মারা যান ২ জন। আহত হন শতাধিক।
বছর খানেক পর ২০১৬ সালের ১৮ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শফিউদ্দিন ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৭ সালের ৩১ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় রাজধানীর চকবাজার থানায় দায়ের করা এই মামলার বিচারকাজ।
মঙ্গলবার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বুলেট প্রুফ ভেস্ট ও হেলমেট পরিয়ে এজলাসে তোলা হয় আসামীদের। সবশেষ রায় ঘোষণা করেন আদালত।
রায়ের পর্যবেক্ষণে মামলার তদন্ত কর্মকর্তার কঠোর সমালোচনা করে আদালত।
মামলাটির চার্জশিটভুক্ত ১০ আসামির মধ্যে জাহিদ হাসান ও মাসুদ নাবালক হওয়ায় তাদের বিচার শিশু আদালতে বিচারাধীন।