দিনাজপুরের অলিগলিতে গড়ে উঠেছে কয়েক শত শত এলপি গ্যাস সিলিন্ডারের দোকান

- আপডেট সময় : ১১:০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের অলিগলিতে গড়ে উঠেছে কয়েক শত শত এলপি গ্যাস সিলিন্ডারের দোকান। মুদি, চকলেটের দোকানও চলছে এই ব্যবসা। নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রকাশ্যে চলছে ব্যবসা। ভয়ঙ্কর এই গ্যাসের মজুদ গড়ে তোলা হয়েছে আবাসিক এলাকা, এমনকি কোচিং সেন্টারের পাশেও। এতে উৎকন্ঠায় রয়েছে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনবল সংকটসহ বেশকিছু প্রতিকুলতাকে দুষছে বিস্ফোরক অধিদপ্তর।
দিনাজপুরে ২০১৯ সাল পর্যন্ত সনদপ্রাপ্ত বৈধ এলপিজি ব্যবসায়ীর সংখ্যা ছিল ৮৫ জন। এর মধ্যে ৩৩টি সনদ নবায়ন না করায় বর্তমানে বৈধ ব্যবসায়ীর সংখ্যা ৫২ জন। কিন্তু বাস্তবতা হচ্ছে, শুধু জেলা শহরেই এমন দোকান রয়েছে কয়েক শ’। উপজেলাসহ এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হাজারের কাছাকাছি। অবৈধভাবে ব্যবসা করা ছাড়াও এরা সরকারকে টেক্স-ভেট ফাঁকি দিচ্ছে।
এসব দোকানে নেই আগুন নিভানোর উপকরণ। কেউ কেউ আবার ব্যবসার সনদ দেখাতেও রাজি নয়। আর নিয়ম মানার প্রয়োজনও মনে করছে না ডিলাররা। সিলিন্ডার মজুদের ক্ষেত্রে ভূমিকা রাখার বিধান থাকলেও দায়সারা জবাব পরিবেশ অধিদপ্তরের। আর বিষয়টি পুরোপুরি নিজেদের নয় বলে জানালো ফায়ার সার্ভিস।
এদিকে, রাজশাহী থেকে বিস্ফোরক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক জানান, এ বিষয়ে একার পক্ষে যথাযথভাবে কর্তব্য পালন অসম্ভব। আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধভাবে গড়ে ওঠা এসব সিলিন্ডার ব্যবসা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ শিগগিরই যথাযথ ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।