দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড়ে যাচ্ছিল।
স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে আসা প্রাইভেটকারটি বগুড়ার দিকে যাচ্ছিল। পথে বিরামপুর রেলগেট পার হওয়ার সময় ঢাকা থেকে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। এ সময় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দু’জনের নাম পরিচয় এখনো জানা যায়নি। গেটম্যান সাইফুজ্জামান জানান, রেলগেটের বেরিয়ারটি নষ্ট। পুলিশ জানায়, রেল ক্রসিংয়ের লোহার পাইপ খুলে দড়ি টাঙিয়ে রাখা হয়েছিল। এ সময় প্রাইভেটকারটির চালক অতিরিক্ত কুয়াশার জন্য দড়ি দেখতে না পেয়ে সামনে এগিয়ে যায়। আর তখনই দুর্ঘটনা ঘটে।