দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা তোলা শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে দিনে তিন শিফটে কয়লা উত্তোলন শুরু হয়েছে। প্রথম দিনেই উত্তোলন হয়েছে ২ হাজার ৭৩১ মেট্রিক টন কয়লা।এর মধ্য দিয়ে পুরোদমে খনি থেকে কয়লা উত্তোলন শুরু হলো।
খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার জানান, ৬ আগস্ট সন্ধ্যা থেকে খনিতে এক শিফটে কয়লা উত্তোলন শুরু হয়। এরপর রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করে ২০ আগস্ট ভোর থেকে তিন শিফটে কয়লা উত্তোলন শুরু হয়েছে। তিন শিফটে ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৩১ মেট্রিক টন কয়লা তোলা হয়েছে। ২৯৩ জন বাংলাদেশি এবং ৩০০ চীনা শ্রমিক কাজ করছেন খনিতে। শ্রমিকের সংখ্যা বাড়ানো হলে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন সম্ভব। খনির ১৩১০ নম্বর ফেইজে মজুদ শেষ হওয়ায় গত ৩০ এপ্রিল থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। পরে ফেইজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।