দিনাজপুরের মোহনপুরে যাত্রীবাহী বাস উল্টে দুইজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
দিনাজপুর চিররবন্দর উপজেলার মোহনপুর সেতুর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছে।
সকালের দিকে দিনাজপুর ফুলবাড়ি মহসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি দিনাজপুরে যাচ্ছিল। এ সময় চিরিরবন্দর উপজেলার মোহনপুর সেতুর সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের যাত্রী হালিমা খাতুন ও জলিল উদ্দিন ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভতি করা হয়েছে।