দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ৮ দিন পর আমদানি রপ্তানি শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
দিনাজপুর পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ৮ দিন পর আমদানি রপ্তানি কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে।
দিনাজপুরের হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গেল ১৪ই জুন থেকে ২১ জুন পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ ২২ জুন ছুটি শেষে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল জানান, আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ধারে যাত্রীদের এপার ওপার অব্যাহত ছিল।