দিনাজপুরের ১৩টি উপজেলায় এবার শারদীয় দুর্গোৎসব সার্বজনীনভাবে পালিত হবে না বলে আভাস
- আপডেট সময় : ০৮:১৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের ১৩টি উপজেলায় এবার শারদীয় দুর্গোৎসব সার্বজনীনভাবে পালিত হবে না বলে আভাস দিয়েছে জেলা পূজা উদযাপন কমিটি। এবার পূজামন্ডপের সংখ্যাও হবে অনেক কম। করোনার কারণে ২৬টি নির্দেশনা মেনে দুর্গাকে বরণ করা বেশ কঠিন হবে বলে মনে করছে পূজারীরা। তবুও যতটুকু সম্ভব তা দিয়েই আয়োজন শেষ করতে চায় উদযাপন কমিটি। প্রতিবছর এই উৎসবের সময় এপার বাংলা-ওপার বাংলার মিলন মেলাও এবার বসবে না বলে বিষন্ন এসব সীমান্ত এলাকার সনাতন ধর্মাবলম্বীরা।
মন ভালো নেই দিনাজপুরের বিরল উপজেলার মাধববাটি গ্রামের হরিশ চন্দ্র রায়ের। এবার সীমিত আকারে উদযাপন করতে হবে দুর্গোৎসব। দেবী দুর্গাকে বরণের জন্য থাকবেনা জাঁকজমক সাজসজ্জা। করোনার কারণে জৌলুস হারাবে এই উৎসব। মন্ডপ তৈরিতে থাকছেনা তেমন কোনো আড়ম্বর।
ভারতে থাকা আত্মীয়-স্বজনের সাথে দেখা না হবেনা বলে হতাশ অনেকে। বাস্তবতা মেনে সীমিত পরিসরে পূজা পালনের কথা জানান কেউ কেউ।
উৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা-বাহিনীর ব্যাপক প্রস্তুতির কথা জানায়, পুলিশ।
১৭ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে এই উৎসবের যাত্রা শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা পূজা উদযাপন কমিটি দফায় দফায় আলোচনায় বসছে আয়োজকদের সাথে।
জেলার সাতটি উপজেলার সাথে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত। স্বাস্থ্যবিধি মেনে সীমান্তে দু’দেশের সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলা অব্যাহত রাখার দাবি জানিয়েছে ভক্তরা।