দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ২ লক্ষ ৫৯ হাজার ১৬৮টি গরু ছাগল ও ভেড়া
- আপডেট সময় : ০২:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১৫৭২ বার পড়া হয়েছে
দিনাজপুরের ১৩ উপজেলায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত ২ লক্ষ ৫৯ হাজার ১৬৮টি গরু ছাগল ও ভেড়া। এখন পশুর নিবিড় পরিচর্যায় ব্যস্ত খামারী ও গৃহস্থরা। প্রাণীসম্পদ বিভাগ বলছে, জেলার চাহিদা পূরণ করে উদ্বৃত্ত ২৮ হাজার ৬৩৬টি পশু পাঠানো হবে বিভিন্ন জেলায়।এদিকে, শেরপুরে এবার প্রায় পাঁচশো কোটি টাকার পশু বিক্রি হবে বলে জানিয়েছে, জেলা প্রাণি সম্পদ দপ্তর। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় ত্রিশ হাজার উদ্বৃত পশু রপ্তানি করা হবে দেশের বিভিন্ন বাজারে।
আসন্ন ঈদুল আযহা। ব্যস্ত সময় পার করছে দিনাজপুরের ১৩ উপজেলার খামারী ও গৃহস্থরা। তবে দানাদার খাদ্যের দাম বৃদ্ধিতে এবার পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে খামারীরা।
পশু পরিচর্যায় নিবিড়ভাবে সহায়তা করছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। মূলত দেশীয় পদ্ধতিতে পশু প্রতিপালনের নির্দেশনা দিচ্ছেন তারা।
স্থানীয় প্রানীসম্পদ অফিস বলছে, জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় পাঠানো হবে ২৮ হাজার ৬৩৬টি পশু। স্থানীয় হাটগুলোতে প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ টিম কাজ করবে।
জেলার ৫৮ হাজার ৮৮১ ছোট-বড় খামারী ইউরিয়া মোলাসেস স্ট্র অর্থাৎ ইউ এম এস পদ্ধতিতে গরু লালন-পালন করছে।
এদিকে, শেরপুরে ১০০ গরু প্রস্তুত করেছে উদ্যোক্তা রেহেনা ইদ্রিস। দেড় লাখ থেকে চার লাখ টাকা দামের গরু রয়েছে তার খামারে। শুধু খামার নয়, ব্যক্তি পর্যায়েও প্রস্তুত করা হচ্ছে কোরবানীর পশু।
গো-খাদ্যের বাজার মূল্যের ঊর্ধ্বগতি, এবারের কোরবানীর পশুর বাজারে প্রভাব ফেলবে, এমনটাই শঙ্কা স্থানীয়দের।
এদিকে চাহিদার তুলনায় বেশি কোরবানি যোগ্য পশু প্রস্তুত ও প্রায় পাঁচশো কোটি টাকার পশু বিক্রির প্রত্যাশা জেলা প্রানী সম্পদ দপ্তরের।
জেলায় এবার কোরবানির পশুর চাহিদা প্রায় ৫৭ হাজার। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় ৩০ হাজার উদ্বৃত পশু রপ্তানি করা হবে দেশের বিভিন্ন বাজারে।