দিনাজপুরে এবার আবহাওয়া অনুকুলে থাকায় রসুনের বাম্পার ফলন
- আপডেট সময় : ০৮:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দিনাজপুরের ১৩টি উপজেলায় এবার আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলন হয়েছে রসুনের। গেল বছর হেক্টরপ্রতি ফলন হয়েছিল ৮ টন। এবার তা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। তবে করোনাসহ নানা কারণে এবার বেড়েছে উৎপাদন খরচ। তাই উৎপাদনের ভরা মৌসুমে দাম কমে যাওয়ার শংকায় কৃষকরা। এজন্য মৌসুমে আমদানী বন্ধ রাখার দাবি তাদের।
জেলার মোট উৎপাদিত রসুনের প্রায় ৬০ শতাংশ উৎপাদিত হয়ে থাকে খানসামা উপজেলায়। শুধু এই উপজেলাতেই রসুনের আবাদ হয়েছে প্রায় ৩ হাজার ৮০০ হেক্টর জমিতে। এছাড়া বিরল বীরগঞ্জ বোচাগঞ্জ চিরিরবন্দরসহ প্রায় প্রতিটি উপজেলায় বিক্ষিপ্তভাবে চাষ হয়েছে রসুনের। ভরা মৌসুমে দাম কমার শংকায় তাই কৃষকরা
এসব মসল্লাজাতিয় পণ্যসহ সবজী ক্ষেতে এখন কাজ করতে দেখা মেলে উল্লেখযোগ্য সংখ্যক নারী কৃষিশ্রমিকের। তবে নারী-পুরুষের মুজুরী বৈষম্যে তাদের অনেকটাই পিছিয়ে রাখছে
এবার রসুনের বাম্পার ফলনের আশা উপজেলা কৃষি বিভাগ। গেল বছর প্রতি হেক্টরে উৎপাদন হয়েছিল ৮ মে.টন। এবার তা আরও বাড়বে
জেলায় আবাদকৃত ৫ হাজার ৮৩ হেক্টর জমিতে প্রায় ৪৪ হাজার মে.টন রসুন উৎপাদনের আশাবাদ স্থানীয় কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের যা গেল বারের চেয়ে সাড়ে ৬ হাজার মে.টন বেশী।