দিনাজপুরে এবার চিকন ও সুগন্ধি ধানের ফলন বিপর্যয় হয়েছে
- আপডেট সময় : ০১:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দিনাজপুরে এবার চিকন ও সুগন্ধি ধানের ফলন বিপর্যয় হয়েছে। বিঘা প্রতি মাত্র দুই থেকে ছয় মন ধান পেয়েছে চাষিরা। গতবার হয়েছিল আট থেকে ১৫ মন পর্যন্ত। মহাজন ও এনজিও’র কিস্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক। এদিকে, আবাদ কমায় আগামীতে মোটা চালের দাম বাড়ার ইঙ্গিত দিচ্ছে অর্থনীতিবিদরা।
দিনাজপুরে বেশি দামের আশায় এবার চিকন ও সুগন্ধি ধানের আবাদ বাড়িয়েছিল কৃষক। জেলায় মোট এক লাখ ১০ হাজার হেক্টর জমিতে সুগন্ধি ও এক লাখ ১৫ হাজার ৭৫ হেক্টরে চিকন জাতের ধান লাগিয়েছে তারা।
বাজারে দাম ভালো পেলেও ফলন বিপর্যয়ে নির্বাক চাষিরা। বিঘা প্রতি ধান হয়েছে মাত্র দুই থেকে ছয় মন। হওয়ার কথা কমপক্ষে ১৫ থেকে ২০ মন। মহাজনের ঋণের টাকা ও এনজিও’র কিস্তির চিন্তায় কৃষকের চোখে-মুখে এখন উৎকন্ঠা।
এদিকে, দাম ভালো পাওয়ায় সুগন্ধি ও চিকন জাতের ধান চাষে কৃষক আগ্রহী হয়ে উঠছে বলে জানায়, কৃষি বিভাগ।
আগামী বোরো মৌসুমে উৎপাদন বাড়াতে বিভিন্ন কর্মশালাসহ নানা কর্মসূচি চলছে বলে জানায়, সংশ্লিষ্টরা।
সম্প্রতি এক কর্মশালায় যোগ দিয়ে কৃষি সচিব বলেন, গবেষনা প্রতিষ্ঠানগুলো ভালো জাতের বীজ দিতে পারলে কৃষক উদ্বুদ্ধ হবে।জেলায় এবার স্থানীয় জাতের মাত্র তিন হাজার ৭৩৩ হেক্টর এবং হাইব্রিড মোটা ধানের আবাদ হয়েছে ৪৪ হাজার ১৩৪ হেক্টর। আগামীতে আবারো মোটা চালের দাম বাড়ার ইঙ্গিত দিয়েছে অর্থনীতিবিদরা।